ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবিরতিতে ঢাকায় চিলির প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
যাত্রাবিরতিতে ঢাকায় চিলির প্রেসিডেন্ট

ঢাকা: চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক যাত্রাবিরতিতে ঢাকায় নেমেছেন।  

বুধবার (১৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী উড়োজাহাজটি।

জানা গেছে, রিফুয়েলিংয়ের জন্য ঢাকায় অবতরণ করেছে লাথাম এয়ারলাইন্সের ফ্লাইটটি। মধ্যরাতে ঢাকা ছাড়ে চিলির প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ।

চিলির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিমানবন্দরে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

চিলির প্রেসিডেন্ট চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনে যোগ দিয়েছিলেন। চীন থেকে ফেরার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩,
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।