ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিতি ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর একই জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।  

মামলার বিবরণে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের গোপন খবর পেয়ে ২০২১ সালের ০১ সেপ্টেম্বর বিকেলে দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অভিযানের সময় মোস্তাফিজু নামে এক চোরাকারবারি চারটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে ওই প্যাকেট খুলে মেলে ১১টি স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম। পরদিন ওই ঘটনায় ঠাকুরপুর বিওপির নায়েক সুবেদার কাজি আজাদ বাদী হয়ে মোস্তাফিজুরকে পলাতক আসামি করে দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ৩১ ডিসেম্বর মোস্তাফিজুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ১০ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেওয়া শেষে বুধবার ওই রায় ঘোষণা করেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।