ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে পিকআপভ্যানের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
ভৈরবে পিকআপভ্যানের ধাক্কায় যুবক নিহত প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় মো. ইয়াসিন মিয়া (২১) নামে এ যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইয়াসিন একই উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া নামাপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। তিনি কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেল নিয়ে পণ্য পরিবহনের কাজে উপজেলার গজারিয়া এলাকায় যাচ্ছিলেন ইয়াসিন। পথে ঘটনাস্থলে এলে একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।  

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সফর উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।