ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালুখালীতে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
কালুখালীতে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী:তে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ আকাশ খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ জেলার পাংশা উপজেলার চররামনগর গ্রামের মো. আবু বক্কর খানের ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে ওই বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানে আকাশকে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে সময় আকাশের সঙ্গে থাকা মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।