ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

৮০ ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
৮০ ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী: দীর্ঘ ৮০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে রাজবাড়ী বাস মালিক পক্ষের দ্বন্দ্বের কারণে বন্ধ ছিল বাস চলাচল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী থেকে ঢাকা রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়।

রাজবাড়ী বাস মালিকপক্ষের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে গত ২ অক্টোবর থেকে রাজবাড়ী থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী বাস মালিকপক্ষের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমরা বাস মালিক পক্ষ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে বসে কথা বলেছি। তিনি (ডিসি) আমাদের জানিয়েছেন, আগামী রোববার (৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজবাড়ী বাস মালিকপক্ষ, গোল্ডেন লাইন পরিবহনের মালিকপক্ষ ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হবে। সেখানে গোল্ডেন লাইনের সঙ্গে আমাদের যে সবে ঝামেলা রয়েছে তার সমাধান হবে। ডিসির আশ্বাসে আমরা বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।