ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ৪৩ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
রাঙামাটিতে ৪৩ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রস্তুতি

রাঙামাটি: আগামী ২০ অক্টোবর থেকে সারাদেশে পূজা শুরু উপলক্ষে রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জানানো হয়, এবার রাঙামাটিতে ৪৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।  

পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরো গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি পোশাকধারী পুলিশ, আনসার সদস্যরা মোতায়েন থাকবে। পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।  

এ সময় রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল-মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, রাঙামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।