ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
পাথরঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জুনায়েদ ওই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।  

জানা গেছে, দাদা ইদ্রিস মোল্লার সঙ্গে জুনায়েদ বাড়ির পাশের মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক জুনায়েদকে ধাক্কা দেয়। আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার 
জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। ঘাতক ইজিবাইক চালক সাহাদত পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ