ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যবর্তী সময়ে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের দুই বাসিন্দা নুরুজ্জামান  ও শয়ন।

এদিন দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকার সেনের চাতালের কাছে যাত্রীবাহী একটি বাস ইজিবাইকটিকে সাইড দিতে গিয়ে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি উল্টে যায়। এসময় নুরুজ্জামান ও শয়ন নামের দুইজন ইজিবাইকের যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পরিবারের সদস্যরা ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান এবং শয়ন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রাত ৯ টার দিকে মারা যান।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।