ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুকুল গাজীকে (৪৫) দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল।

রোববার (১০ সেপ্টেম্বর) যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুকুল গাজী সাতক্ষীরার আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে।  

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া উইং জানায়, বাবু দাসের সঙ্গে মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে ২০০০ সালের জুন মাসে ভিকটিম বাবু দাসকে হত্যা করে বাড়ির পাশের বাঁশ বাগানে ফেলে রাখা হয়। হত্যার চারদিন পরে বাবু দাসের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছরের সাজা দেন। সেই থেকে মুকুল গাজী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।