ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফোন কেড়ে নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করল কিশোর ছেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
ফোন কেড়ে নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করল কিশোর ছেলে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন জাঝড় এলাকায় রাজীব হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই ১৬ বছরের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই কিশোর পলাতক আছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

নিহত হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন জাঝড় এলাকার আজিবর রহমানের ছেলে রাজীব হোসেন (৪১)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, জাঝড় এলাকার রাজীব হোসেন তার ছেলে শিশিরের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এ নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে শিশির ধারালো অস্ত্র দিয়ে তার বাবা রাজীব হোসেনকে কোপাতে থাকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে রাজীবকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। আর এ ঘটনার পর শিশির পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব দেবনাথ বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত শিশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।