ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
তেঁতুলিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় ঈসা মিয়া ওরফে বাদল মাস্টার (৭২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মধ্য আজিজনগর এলাকায় মহাসড়কের পাশে পকেট রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বাদল মাস্টার আজিজনগর এলাকার মমতাজ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাদল মাস্টার নামে ওই ব্যক্তি আজিজনগর বাজার থেকে পকেট সড়কে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মধ্য আজিজনগর এলাকায় মহাসড়কের কাছে গিয়ে তিনি সাইকেল থেকে নেমে পায়ে হেঁটে মহাসড়কে উঠতে যান। এসময় তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানার ছেলে শ্রাবণ কালান্দিগঞ্জ বাজার থেকে প্রাইভেটকার নিয়ে বাংলাবান্ধার দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে মোশারফ পাশের আম ও আনারস বাগানে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোশারফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরেই প্রাইভেটকারের চালক শ্রাবণ পালিয়ে যান।

এদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, শ্রাবণ নেশাগ্রস্ত হয়ে থাকতেন। এর আগেও তিনি অনেক দুর্ঘটনা ঘটিয়েছেন। নেশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করছেন তারা।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।