ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে এসির কম্প্রেসার বিস্ফোরণে আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
পল্টনে এসির কম্প্রেসার বিস্ফোরণে আহত ৩ ঢামেক: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পল্টনে একটি ব্যাংকে এসি সার্ভিসিংয়ের সময় কম্প্রেসার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সমিত মিত্র (২৬) ও ইসলাম হোসেন (৪৫)।

অপরজন হলেন অপর একটি প্রতিষ্ঠিনের আইটি সেক্টরের কর্মী মো. হাফিজুর রহমান (২৮)।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনি কণ্ঠ হাওলাদার জানান, তাদের প্রতিষ্ঠানটি মিরপুর ১২ নম্বর সেকশনে। এসি সার্ভিসিংয়ের জন্য সমিত এবং ইসলাম গিয়েছিলেন পল্টনে একটি ব্যাংকে। সেখানে এসির কাজ করার সময় কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। সেখান থেকে তাদের প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সমিতের মুখমণ্ডল, হাতসহ সমস্ত শরীরে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর। এছাড়া ইসলামের কপালে ও হাতে, আর হাফিজুরের পেটে জখম রয়েছে। তাদের শঙ্কামুক্ত বলা যায়। এসির কমপ্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তাদের কাছ থেকে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।