ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: প্রজন্মলীগ সভাপতির নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: প্রজন্মলীগ সভাপতির নামে মামলা উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর পৌনে দুই কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দাউদকান্দি উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

কুমিল্লা সদর উপজেলার দুর্লভপুর গ্রামের সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোহলের বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার হলেও হদিস নেই বাকি ৬৮ লাখ টাকার।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোনো আসামি।  

সাইফুল ইসলাম বলেন, তিনি মালদ্বীপ প্রবাসী। কুমিল্লা নগরীতে তার একটি জায়গা ছিল। সেটি এক কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করেন। ক্রেতা ঢাকায় অবস্থান করেন। তার অনুরোধে ঢাকা থেকে টাকা নিয়ে কুমিল্লায় ফিরছিলেন। সঙ্গে তার এক মামা ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে প্রাইভেটকারে করে কুমিল্লার দাউদকান্দি উপজেলা হয়ে ফিরছিলেন। তুজারভাঙ্গা এলাকায় এলে মামা ওয়াশরুম ব্যবহার করতে চান। স্থানীয় মোহন সিন্ডিকেট পেট্রল পাম্পে তারা প্রাইভেটকার থামান। এখানে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। তিনি পুলিশকে জানালে দাউদকান্দি থানা পুলিশ পাম্পে আসে। স্থানীয় সূত্রে পুলিশ নিশ্চিত হয়, উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহল রানার নেতৃত্বে ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার বিকেলে দাউদকান্দি থানা পুলিশ দাউদকান্দিস্থ সোহলের বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে।
 
তিনি আরও জানান, তিনি এখনো আতঙ্কে আছেন। এমন ভয়াবহ ঘটনার সম্মুখীন তিনি কখনো হননি। সোহলের বাড়ি থেকে পুলিশ ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে বলে সোমবার পুলিশ তাকে জানিয়েছে। এরপর মঙ্গলবার বিকেল পর্যন্ত আর কিছু তাকে জানানো হয়নি।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে ছিনতাই, দাউদকান্দি সদরে চাঁদাবাজির ঘটনায় স্থানীয়রা সোহেল রানার ওপর অতিষ্ঠ। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সোহেল কোটি টাকা আয় করেছে। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক থাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলে না। তাকে বানানো হয় দাউদকান্দি পৌর বাজারের সেক্রেটারি। বিভিন্ন মামলা থাকলেও পুলিশ তার বিষয়ে নাক গলায় না। গত বছরের নভেম্বরে স্থানীয় এক যুবদল নেতা লিফলেট বিতরণের সময় তাকে মারধরের পর ভিডিও করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় সোহেল। এতে সোহেল রানাকে বলতে শোনা যায়-‘দেশে বিএনপি আছেনি রে..। ’ এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তখন সংবাদ প্রকাশিত হয়।  

দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ছিনতাই হওয়া টাকার মধ্যে আমরা ১ কোটি ৮ লাখ টাকা সোহেল রানার বাসা থেকে উদ্ধার করেছি। আমাদের অভিযান চলছে। আশা করি ঘটনার সঙ্গে জড়িত সোহেলসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পারব। সোহেলের আগের অপরাধ ও মামলার বিষয়ে তিনি বলেন, এই থানায় কিছুদিন আগে যোগদান করেছি। এখন অভিযান নিয়ে ব্যস্ত আছি। আগের মামলার বিষয় খোঁজ নিয়ে তবে বলতে পারব।  

** অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর পৌনে দুই কোটি টাকা ছিনিয়ে নিলেন প্রজন্মলীগ সভাপতি

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।