ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভ্যাকসিন নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
ভ্যাকসিন নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে ভ্যাকসিন দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় আরেয়া বেগম (৬৩) নামে এক নারী মারা গেছেন।  

নিহত নারী বাগেরহাট রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের আইস উদ্দিনের স্ত্রী।

মিরপুর শাহআলী হাজী রোড ঝিলপাড় এলাকার একটি বস্তিতে থাকতেন তিনি। ভিক্ষা করে জীবন চালাতেন তিনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক এসআই মো. বিল্লাল হোসেন।

তিনি জানান,কুকুরের কামড়েছিল আরেয়া বেগমকে। এলাকার রোকেয়া বেগম নামে এক ভাগ্নিকে নিয়ে মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে ভ্যাকসিন দিয়ে আরেয়া বেগম বাসায় ফিরছিলেন। মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার সময় দুই লাইনে দুটি চলন্ত ট্রেন ছিল।

নিহত নারীর দুই মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই উপ-পরিদর্শক।

বাংলাদেশ সময়: ২৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ