ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিল্পকলা একাডেমি সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
শিল্পকলা একাডেমি সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৩ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৯৮৯ সালের বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইনটিতে কয়েকটি সংশোধন আনা হয়েছে। কিছু পদের নাম পরিবর্তন করা হবে। আর পরিচালনা পর্ষদে সংসদ সদস্যদের থাকার সুযোগ আছে। সেখানে একজন নারী সাধারণ সদস্য থাকেন। সে কথাটা বলা হয়েছে এবং ওখানে যেসব বিভাগ আছে সে বিভাগের সংখ্যা বাড়ানো হয়েছে।

ওই আইনের মধ্যে বিধি ও প্রবিধি প্রণয়নের কোনো ক্ষমতা ছিল না। সেটি এখানে সংশোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।