ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

এর পর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—দীপঙ্কর তালুকদার, এবি তাজুল ইসলাম, মোর্শেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ এবং আদিবা আনজুম মিতা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমমণ্ডলীর সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।