ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মাটির দেয়ালে চাপা পড়ে দুই নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
নওগাঁয় মাটির দেয়ালে চাপা পড়ে দুই নারীর মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়ালে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাদুরী রানী (৬২) ও মিথি রানী (৬৫)।

নিহত মিথি রানী ওই গ্রামের অভি দাসের স্ত্রী ও ভাদুড়ী রানী জয় বর্মনের স্ত্রী।

হাতুড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এ সময় হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে গৃহবধূ বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে যাচ্ছিলেন ওই দুই নারী। পথে শুশিল সাধুর বাড়ির মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিথি রানীর মৃত্যু হয়। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রানীর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।