ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে যুবকের মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে ডুবে কেতু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ইছামতি নদীর কোমরগঞ্জ আফজালের ডগের ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে কেতু মোল্লা পানিতে তলিয়ে যায়।

পরে বিকেল ৪টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।  

কেতু মোল্লা উপজেলার শোল্লা ইউনিয়নের বোয়ালী গ্রামের এখলাস মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেতু মোল্লা উপজেলার বাহ্রা চরকান্দা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে দুপুরে কেতু মোল্লাসহ তার বন্ধুরা ইছামতি নদীতে গোসল করতে যান। পানিতে নামার পর একপর্যায়ে কেতু মোল্লাকে তলিয়ে যায় দেখে তার বন্ধুরা চিৎকার দেন। স্বজনরা খবর পেয়ে পানিতে নেমে বিভিন্ন স্থানে খোঁজ করেন। না পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ফোন দেন। সংবাদ পেয়ে বিকেলে ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ওই ঘাটের কাছেই তার মরদেহ খুঁজে পায়।  

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।