ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল খালেক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল খালেক গ্রেপ্তার

সাতক্ষীরা: জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা অঞ্চলের পরিচালক ও সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বিরুদ্ধে নাশকতারসহ মোট ৪২টি মামলা চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।