ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জানমালের ক্ষতির চেষ্টা করলে ব্যবস্থা: র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
জানমালের ক্ষতির চেষ্টা করলে ব্যবস্থা: র‌্যাব

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অপতৎপরতা প্রসঙ্গে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, কেউ জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আমরা আইন অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করবো।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে জামায়াতে ইসলামীর অপতৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দেশে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বা কেউ আইন ভঙ্গ করলে। কেউ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে বা জানমালের ক্ষতি করলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।