ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় খালের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
পেকুয়ায় খালের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় বাড়ি ফেরার পথে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গা পাড়ায় খালে পড়ে ভেসে যায় এই তিন শিশু।

নিহত তিন শিশু হলো- স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০)  ছেলে আমির হোছাইন (৭) ও তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।  

উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে বিহিন্দি জাল দিয়ে মাছ ধরতে যায়। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তারা সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালে তাদের মরদেহ ভেসে ওঠে।  

ইউপি চেয়ারম্যান জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বিষয়টি নিশ্চিত করে  বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।