ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক যোগাযোগ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি: ভারি বর্ষণের কারণে নদীর পানির প্রবল স্রোতে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের জামতলী বেইলি সেতুর একপাশের মাটি সরে গিয়ে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পরপরই যানচলাচল বন্ধ হলে বেইলি সেতুর দুইপাশে ছোট-বড় যানবাহন আটকা পড়ে যায়। এতে ভোগান্তির পাশাপাশি দুর্ভোগে পড়েছে দুই পাড়ের মানুষ।

জানা যায়, বেইলি সেতু দিয়ে দীঘিনালা ছাড়াও রাঙ্গামাটির লংগদু, বাঘাইছড়ি এবং সাজেকে যোগাযোগও বন্ধ রয়েছে। স্থানীয় সড়ক বিভাগ সেতুটি মেরামতের কাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক বলেন, প্রবল স্রোতে বেইলি সেতুর একপাশের ভরাট কৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ