ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ওভারটেক করতে গিয়ে বাস খাদে, প্রাণহানির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
ওভারটেক করতে গিয়ে বাস খাদে, প্রাণহানির আশঙ্কা

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ওভারটেক করতে গিয়ে একটি বাস খাদে পড়ে গেছে।

মঙ্গলবার (০১ আগস্ট) সকাল ৮টার পরে বদলগাছীর মাতাজী-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে নওগাঁগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পেছনের বাসটি খাদে পড়ে যায়। ওই বাসে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছেন।

বাসে আরও যাত্রী আটকা পড়ে আছেন। এ ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এদিন সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।