ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যু!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যু! ফাইল ফটো

সিলেট: সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাফি হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া তরুণ রাফি হোসেন মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকার আল-ফালাহ প্রিন্টার্সের মালিক মোক্তাদির হোসেনের ছেলে।

রাফির পরিবারের ঘনিষ্টজন কবি মুজাহিদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

রাফির পরিবারের লোকজন জানান, গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত হলে রাফিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে। তবে কয়েকটি টেস্টের রিপোর্ট আজ বিকেলে আসবে। তখন বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।