ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মৃত্যুদণ্ডের সাজা থেকে বাঁচতে ১৬ বছর পালিয়ে ছিলেন জাফর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
মৃত্যুদণ্ডের সাজা থেকে বাঁচতে ১৬ বছর পালিয়ে ছিলেন জাফর

জয়পুরহাট: দীর্ঘ ১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাফর ইয়ারবকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ জুলাই) রাতে জয়পুরহাট সদর থানার পুরানপৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাফর জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢোকে। সেখানে ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার দুইদিন পর নিহত মজিবরের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন।

সেই মামলায় ১৯ জুন আদালত দুই ভাইসহ তিনজনের প্রাণদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। কিন্তু তারা তিনজনই পলাতক ছিলেন। এরপর শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাফর ইয়ারবকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।