ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে: দীপু মনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে: দীপু মনি

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে শহরের ওয়ারল্যাছ এলাকায় ইকরা মডেল একাডেমি মাঠে চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেখানে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি কখনও নিজেদের ছাড়া জনগণের চিন্তা করেনি। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ৭১ এর মুক্তিযুদ্ধের দেশের মানুষ পুড়িয়ে মেরেছে, গ্রেনেড হামলা করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় চায় না।

তিনি বলেন, বিএনপির জামায়াত ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তখন নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আজকে তারা মানবাধিকারের কথা বলে। যখন ছোট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, ৭৫ এ বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যা করা হয়েছিল, বোমা মেরে ৫ শতাধিকের বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তখন কোথায় ছিল মানবাধিকার।

দীপু মনি বলেন, শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীনদের খোঁজ করে গৃহ নির্মাণ করে দিয়েছেন। যিনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন, তিনিই হলেন শেখ হাসিনা। শেখ হাসিনা আইনের শাসন নিশ্চিত করেছেন। সরকারের যত উন্নয়ন আছে ও বিএনপি জামায়াতের সব কুকর্ম জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে। বর্ধিত সভা সংগঠনের কাজের একটি অংশ। এখানে সংগঠনের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সফিকুল ইসলাম এবং পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।

কাউন্সিলর অ্যাডভোকেট কবির হোসেন চৌধুরী ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহসীন গাজীর সঞ্চালনায় সেখানে আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের  সাবেক প্রচার সম্পাদক আব্দুস টুনু, কাউন্সিলার আলমগীর গাজী, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ মজুমদার, পৌর যুবলীগ সদস্য জাহিদুল ইসলাম মিলন, আল আমিন, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।