ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশাল-ঢাকা সড়কে ডোবায় পড়ে যাওয়া বাস থেকে ১৬ যাত্রী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
বরিশাল-ঢাকা সড়কে ডোবায় পড়ে যাওয়া বাস থেকে ১৬ যাত্রী উদ্ধার

বরিশাল: ঝালকাঠির রাজাপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে বরিশালের গৌরনদীতে ইলিশ পরিবহনের একটি বাস মহাসড়কের পাশের ডোবায় পড়ে গেছে। এই বাস থেকে ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

 

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ২ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইলিশ ও শ্যামলী পরিবহনের পৃথক দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনা কবলিত বিপরীতমুখী শ্যামলী পরিবহনের অপর বাসটি মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।

যদিও এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিখোঁজ বা নিহতের খবর পাওয়া যায়নি। তবে শিশু, নারীসহ আহত ১৬ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার বিপুল হোসেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ইলিশ পরিবহনের বাসটি অন্য একটি থ্রি-হুইলারকে ওভারটেক করছিল। বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটিও কাছাকাছি এলে দুটি বাসের সংঘর্ষে ইলিশ পরিবহনের এসি বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। আর শ্যামলী পরিবহনের ননএসি বাসটি সড়কের বিপরীত পাশের একটি গাছের ওপর আছড়ে পড়ে। এতে উভয় বাসের বেশকিছু যাত্রী আহত হন, তবে তাৎক্ষণিক নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার বিপুল হোসেন বাংলানিউজকে বলেন, বেলা ২ টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে আসি। সেখানে দেখা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইলিশ পরিবহনের বাসটিকে মহাসড়কের পাশের ডোবায় অর্ধ নিমজ্জিত অবস্থায় পড়ে রয়েছে। আর সড়কের অপর পাশে গাছের সঙ্গে আটকে আছে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি।

তাৎক্ষণিক আমাদের তিনটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। ডোবায় পড়ে যাওয়া ইলিশ পরিবহনের বাসটি থেকে নারী শিশুসহ ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান কর্মীরা। ভাগ্যক্রমে শ্যামলী পরিবহনের কেউ আহত হননি।

তিনি বলেন, কেউ নিখোঁজ বা নিহত হওয়ার খবর এখনও আমরা পাইনি, তবে ডোবায় আমাদের অনুসন্ধান কার্যক্রম চলছে। আর পুলিশের রেকার এসে বাসটিকে টেনে সড়কে তুলবে। তার আগ পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলাও যাচ্ছে না।

এদিকে এ ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল। তিনি বলেন, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকা বা নিহত হওয়ার খবর আমাদের কাছে নেই। গাড়িটি ডোবা থেকে ওঠানোর পর এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে, ২২ জুলাই ঝালকাঠির রাজাপুরে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে গেলে ১৭ জন নিহত ও ২৫ যাত্রী গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।