ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ফতুল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারী এলাকায় মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে চাঁদমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে। মানিক নামে হত্যা মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলানিউজকে  জানান, বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে মানিককে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। ঘাতকদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এমআরপি/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।