ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের নতুন জেলা প্রশাসক খালিদ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
বাগেরহাটের নতুন জেলা প্রশাসক খালিদ হোসেন

বাগেরহাট: বাগেরহাটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন উপসচিব মোহা. খালিদ হোসেন।  

সোমবার (২৪ জুলাই) দুপুরে তিনি ২৩তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান তার কাছে দায়িত্ব অর্পণ করেন।

নবাগত জেলা প্রশাক মোহা. খালিদ হোসেন বিসিএস ২৫ ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি কক্সবাজারের শরণার্থী ও ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ছিলেন।  

এদিকে, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।