ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা: ২০ বছর পর গ্রেপ্তার হলেন চট্টগ্রামের শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাজ্জাত কবির মজুমদার।

রোববার (২৩ জুলাই) র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল রাজধানীর মেরুল বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাজ্জাত কবির সাতক্ষীরার কলারোয়ার বাসিন্দা।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজ্জাত কবির মজুমদার ১৯৯৮ সালে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে এক শিশুকে অপহরণ করেন। একপর্যায়ে অপহৃত শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তাকে গ্রেপ্তার ও অপহৃত শিশুকে উদ্ধার করে।  

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাজ্জাত কবিরের যাবজ্জীবন সাজা হয়।

তবে, আসামি জামিনে মুক্তি পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে বিশ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং রোববার রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।