ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- আলোকদিয়া মধ্যপাড়া গ্রামের মো. শামীম হোসেনের ছেলে আবু হুরায়রা (৭) ও আলোকদিয়া দক্ষিণ পাড়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে সিয়াম (৬)। মৃত শিশুরা একে অপরের চাচাতো ভাই।  

স্থানীয়রা জানান, আজ বিকেলে আলোকদিয়া চড়ে পানির মধ্যে খেলতে যায় ওই দুই শিশু। খেলতে খেলতে তারা সবার অজান্তে পানিতে ডুবে যায়। সন্ধ্যার পর তাদের বাবা-মা খুঁজতে বেরিয়ে আলোকদিয়া চড়ের মধ্যে শিশু দুটির মরদেহ দেখতে পান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল জক জানান, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।