ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
সোমবার ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ রওশন এরশাদ

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (১০ জুলাই) ব্যাংকক যাচ্ছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি৩২২ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে সফর সঙ্গী হবেন তার ছেলে সংসদ সদস্য রাহ্গির আলমাহি এরশাদ ও পুত্রবধু মাহিমা এরশাদ।

বিরোধীদলীয় নেতা তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।