ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের বিষয়ে ‘নির্লজ্জ মার্কিন হস্তক্ষেপ’ দেখছে মস্কো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
বাংলাদেশের বিষয়ে ‘নির্লজ্জ মার্কিন হস্তক্ষেপ’ দেখছে মস্কো

ঢাকা: বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূমিকাকে নব্য-উপনিবেশবাদ হিসেবে মনে করে  রাশিয়া। এ ধরনের পদক্ষেপকে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ’নির্লজ্জ হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে মস্কো।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডলে এমনটি জানানো হয়।  

এক টুইটে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকার কিছু রাজনীতিবিদের চিঠি প্রকাশের বিষয়টি আমরা দেখেছি। এটি হলো নব্য-উপনিবেশবাদ এবং একটি স্বাধীন দেশে নির্লজ্জ হস্তক্ষেপের আরেকটি অপপ্রয়াস।

? #Zakharova: We have taken note of certain European and American politicians publishing letters calling for “free and fair” elections in Bangladesh ??

❌ This is #neocolonialism and yet another attempt at blatant interference in the internal affairs of a sovereign state. pic.twitter.com/D6lOzVuE2i

— MFA Russia ?? (@mfa_russia) July 6, 2023

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে সমালোচনা করেছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।