ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

তালতলীতে পায়রা নদীতে ডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
তালতলীতে পায়রা নদীতে ডুবে জেলের মৃত্যু মো. জাকির হোসেন

বরগুনা: বরগুনার তালতলীর পায়রা নদীতে ডুবে মো. জাকির হোসেন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এর ২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকির ওই তালতলী উপজেলার জাকিরতবক এলাকার মেছের সিকদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া এলাকার ছগিরের ট্রলারে মো. জাকির হোসেন জেলের কাজ করেন। শুক্রবার সকালে পায়রা নদীতে মাছ ধরা শেষে মাঝ নদীতে ট্রলারটির নোঙর ফেলতে যান জাকির। এ সময় নোঙরের রশিতে পা আটকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরে নদীতে অনেক খোঁজাখুঁজির ২ ঘণ্টা পর জাকিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, নিহত জাকিরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।