ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিকনেতা শহিদুল হত্যার তদন্ত-বিচারের আহ্বান পিটার হাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
শ্রমিকনেতা শহিদুল হত্যার তদন্ত-বিচারের আহ্বান পিটার হাসের

ঢাকা:  শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যার নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একই সঙ্গে এই হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৫ জুলাই) মার্কিন রাষ্ট্রদূত হাস শ্রমিক নেতা শহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময়ও করেন।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়,  মার্কিন যুক্তরাষ্ট্র সহিংসতা বা ভয়ভীতি ছাড়াই সর্বত্র শ্রমিকদের সংগঠিত এবং সমষ্টিগতভাবে দর কষাকষির অধিকারকে সমর্থন করে।

উল্লেখ্য, ঈদুল আজহার আগে শ্রমিকদের বকেয়া বেতন–ভাতা আদায় করতে গিয়ে গত ২৫ জুন খুন হন শ্রমিক নেতা শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৪২২ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।