ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, একদিন পর মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, একদিন পর মিলল যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে মো. ছগির মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধায় নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছগির মিয়া নাটঘর ইউনিয়ন কুড়িঘর গ্রামের আবু ছালামের ছেলে।

এলাকাবাসী ও নিহত ছগির মিয়ার পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে, গতকাল (২৬ জুন) রাতে খড়িয়ালা গ্রামের পূর্বপাশে জাহান ইটখোলার দক্ষিণ পাশে ছগির মিয়াসহ একদল যুবক জুয়ার আসরে বসেন। ওই সময় পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। এ সময় ছগির মিয়া পুলিশের ধাওয়া খেয়ে তিতাস নদীতে ঝাপ দিয়ে তলিয়ে যান। তিনি নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে সন্ধায় পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ ঘটনায় আরও কয়েকজন পালিয়ে গেছে। ছগির মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে পুলিশ এখনও তা নিশ্চিত না। মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।