ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মলমপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
রাজধানীতে মলমপার্টির ৩ সদস্য গ্রেপ্তার জব্দ করা আলামত

ঢাকা: রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

মঙ্গলবার (২৭ জুন) ওই থানার জিন্দাবাহার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. মোবারক খান ওরফে সাগর, মো. হাসান খান ও মো. রাসেল। তাদের কাছ থেকে ৬০ পিস চেতনা নাশক ট্যাবলেট, ৩টি মলমের কৌটা ও ৩টি মলমের টিউব জব্দ করা হয়।

বিষয়টি জানান, ডিবি উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ।

তিনি বলেন, গ্রেপ্তাররা অজ্ঞান পার্টির সংঘবদ্ধ সক্রিয় সদস্য। তারা পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকার গরুর হাটে আসা ব্যাপারী ও ক্রেতাদের সঙ্গে মিশে যেত। এরপর টাগের্ট করা ব্যক্তিকে অত্যন্ত সুকৌশলে তরল জাতীয় খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মেশানো খাবার খাওয়াতো। পরে মলম ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সর্বস্ব নিয়ে পালিয়ে যেতেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সাইফুল আলম।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।