ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে খালাতো দুই বোনের মৃত্যু হয়েছে।  

রোববার (২৫ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদার শেখের বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় দুই শিশু।

নিহত দুই শিশু হলো- বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আফছা (৪) ও চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মইমুনা। দুইজন সম্পর্কে খালাতো বোন। তারা নানা আবদার শেখের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত দুই শিশুর নানা আবদার শেখ বলেন, নাতনি মইমুনা বেশ কিছুদিন ধরে আমার বাড়ি থাকতো। তিন দিন আগে আফছা বেড়াতে আসে। সকাল ১০টার দিকে দুই বোন বাড়ির সামনে দোকানের দিকে যায়। আধাঘণ্টা পরেও ফিরে না আসায় তাদের খোঁজা শুরু হয়। একপর্যায়ে পুকুর পাড়ে জুতা দেখে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিকভাবে শিশুদের দাফন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।