ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু প্রকল্প: ক্ষতিপূরণের চেক পেলেন শিবচরের ক্ষতিগ্রস্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
পদ্মা সেতু প্রকল্প: ক্ষতিপূরণের চেক পেলেন শিবচরের ক্ষতিগ্রস্তরা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।  

সোমবার (১৯ জুন) দুপুরে শিবচরে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় দুই কোটি টাকার চেক বিতরণ করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহাবুবা ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

কোনো রকম হয়রানি ছাড়াই পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের কারণে বাড়ি বা জমি হারানো ৩২ জন ক্ষতিপূণের চেক পেলেন।  

মাদারীপুর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহাবুবা ইসলাম বলেন, আমরা ডিসি অফিসের পরিবর্তে ক্ষতিগ্রস্তদের এলাকায় এসে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছি। দালালমুক্ত ও হয়রানিমুক্তভাবে যাতে ক্ষতিগ্রস্তরা চেক পান, তা নিশ্চিত করেছি। দালালদের কারণে অনেকে অফিস পর্যন্ত যেতেও পারেন না। তাই তাদের এলাকায় গিয়ে চেক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।