ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

ফেনী: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টায় ফেনী ট্রাংক রোডের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি মো. শাহজালাল ভূঞাঁর সঞ্চালনায় ও প্রবীণ সাংবাদিক ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসি টিভির প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভূঞাঁর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনী সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি আরিফুল আমিন রিজভী, চ্যানেল আইয়ের ফেনী জেলা প্রতিনিধি রবিউল হর রবি, সাপ্তাহিক স্বদেশ পত্রের প্রতিনিধি এন এন জীবন, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির রিপোর্টার আরিফুর রহমান, দীপ্ত টিভির রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক মানবজমিনের প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম, সাপ্তাহিক উদয়ের সম্পাদক সাইদ খান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম ইউ আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ফেনীতে কর্মরত সাংবাদিকরা।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।