ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলে যাওয়া হলো না শিশু মাহিয়ার, পথেই নিথর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
স্কুলে যাওয়া হলো না শিশু মাহিয়ার, পথেই নিথর ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার পল্লীবিদুৎ মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম- মাহিয়া আক্তার (৯)।

সে  ময়মনসিংহের পাগলা থানা এলাকার আমিনুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ওই এলাকার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা আমিনুল ইসলাম বলেন, স্থানীয় শ্রীপুরে একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো মাহিয়া আক্তার। সকালে সে স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। একপর্যায়ে পল্লীবিদুৎ মোড় এলাকায় মাওনা-বরমী আঞ্চলিক সড়ক পার হচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।