ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইনজীবীদের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
আইনজীবীদের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি 

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের মানুষের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।  

মঙ্গলবার (১৩ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে ১২-সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে র সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন নাগরিক...বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।  

রাষ্ট্রপতি বলেন, যোগ্য ও মেধাবীরাই যেন বার কাউন্সিলের সদস্য হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কেন না এর ফলে বিচার বিভাগ সুফল ভোগ করবে। বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন রাষ্ট্রপতি।  

সাক্ষাৎকালে বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন নেতারা।  

প্রতিনিধি দল করোনাকালে আইনজীবীদের জন্য গৃহীত সরকারে সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। এ সময় বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ১৩, ২০২৩ 
এমইউএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।