ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে তিন কোটি টাকার খাস জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ৮, ২০২৩
সাভারে তিন কোটি টাকার খাস জমি উদ্ধার

সাভার (ঢাকা): সাভারে অবৈধ দখলদারের কাছ থেকে তিন কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বনগাঁও ইউনিয়নের কুন্ডা মৌজার ১ একর ১৬ শতাংশ জমি উদ্ধার করা হয়।

সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনবাজার মাসুমা আক্তারের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমিতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

মাসুমা আক্তার বাংলানিউজকে বলেন, খাস খতিয়ান ভুক্ত ৩ হাজার ৩৪১ দাগের ১ একর ১৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলার নামে রেকর্ডভুক্ত এ জমিটি দীর্ঘ দিন যাবৎ অবৈধ দখলদারদের কাছে ছিল। আমরা জমিটিতে জেলা প্রশাসকের নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি। পরবর্তীতে অবৈধ দখলদাররা যদি আবার দখলের চেষ্টা করেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো৷

এছাড়া সরকারের পক্ষ থেকে আমিনবাজার তহসিল অফিস রক্ষণাবেক্ষণ করবে।

অভিযানে উপস্থিত ছিলেন, আমিনবাজার ভূমি অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম ও সার্ভেয়ার আব্দুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ০৮ জুন , ২০২৩
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।