ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ৪, ২০২৩
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট গোয়ালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

 

সোহান একই গ্রামের জাকির হোসেনের ছেলে। সে গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

জানা গেছে, দুপুরের দিকে স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে সোহান। পরে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বেশ কিছু দূরে থাকা একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। কিছু সময় পর স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের সহায়তায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজোয়ানুল্লাহ শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

সোহানের দাদা আতাউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতার না জানায় পানিতে ডুবে সোহানের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।