ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝড়ে চলন্ত অটোর ওপর ভেঙে পড়লো গাছ, আহত যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ২, ২০২৩
ঝড়ে চলন্ত অটোর ওপর ভেঙে পড়লো গাছ, আহত যাত্রীর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাগর মিয়া।

এর আগে বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোর ওপরে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হন।

নিহত আদম আলী ফকির উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দসাংসা গ্রামের মৃত সিরাজউদ্দীনের ছেলে।

আদম আলীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অটোতে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে বিরিশিরি আঞ্চলিক সড়কের ঘোড়াইত নামক স্থানে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় একটি রেন্টি গাছ অটোর ওপর আছড়ে পড়ে। এতে আদম আলী অটোর ভিতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মৃত্যুর খবরটি আমাদের কাছে এসেছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।