ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পুড়ে ছাই টিনশেড বাড়ির ২৫ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ১, ২০২৩
গাজীপুরে পুড়ে ছাই টিনশেড বাড়ির ২৫ ঘর ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় টিনশেড বাড়িতে আগুন লেগে ২৫টি কক্ষ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, দক্ষিণ সালনা এলাকায় টিনশেড বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনে টিনশেড বাড়ির ২৫টি কক্ষ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ০১, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।