ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব হলেন ইমরুল কায়েস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ৩১, ২০২৩
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব হলেন ইমরুল কায়েস এম এম ইমরুল কায়েস

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের (নিউইয়র্ক) প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস।

মঙ্গলবার (৩০ মে) এ পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রেস উইংয়ে চার বছর মেয়াদকালের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হলো।

তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ৩১, ২০২৩
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।