ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩
দর্শনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩০ মে) দুপুরের দিকে দর্শনা পৌর শহরের ঈশ্বর চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূরানী মাদরাসার ছাত্র সিহাব (৭) ও একই এলাকার হবির ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৮)।

স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে দিঘির পানিতে গোসল করতে যায় হুসাইন ও সিহাব। এ সময় তারা দুজনই পানিতে লাফ দেয়। কিন্তু দিঘিটিতে পানি কম থাকায় কাদায় দেবে যায় শিশু দুটি। তার কিছুক্ষণ পরই অন্য শিশুরা সেখানে গোসলে নামে। এ সময় হাত-পায়ে সঙ্গে দেবে থাকা হুসাইন ও সিহাব বাধলে ভয়ে পানি থেকে উঠে চিৎকার শুরু করে বাচ্চারা। আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি শুনে পানিতে নেমে খোঁজ করতে গেলে প্রথমে হুসাইন ও পরে সিহাবের নিথর দেহ পাওয়া যায়। শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।