ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে জামায়াত নেতা সুরুত আলী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
নীলফামারীতে জামায়াত নেতা সুরুত আলী আটক

নীলফামারী: নীলফামারীতে সুরুত আলী শাহ্ (৭০) নামে সংগলশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে থানা পুলিশ।  

শুক্রবার (২৬ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাচারী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সুরুত আলী শাহ্ সংগলশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির পদে আছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, নায়েবে আমির সুরুত আলী শাহ্ সংগলশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে সরকারবিরোধী বক্তব্য দেন তিনি। তাকে শনিবার (২৭ মে) দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।