ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নৌকার বাইরের প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এমপির হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ২৬, ২০২৩
নৌকার বাইরের প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এমপির হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৌকার বাইরের প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।  

বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টায় আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া ঈদগাহ মাঠে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী সুন্দর আলীর উঠান বৈঠকে এই কথা বলেন তিনি।

 

এমপি নজরুল ইসলাম বাবুর এমন বক্তব্যের একটি ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে।  

সেখানে তাকে বলতে দেখা যায়, নৌকার বাইরের প্রার্থীদের তাদের এলাকাতে ঢুকতে দেওয়া হবে না। পরে ঝাউগড়া কেন্দ্রের সকলকে ভোট দেওয়ার নির্দেশ দেন।  

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।  

এদিকে সংসদ সদস্যের একের পর এক আচারণবিধি ভঙ্গের বিষয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন।  

এরআগে উপজেলার মুকুন্দী এলাকায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী হাবিবুর রহমানের ভাতিজির জামাতা ইকবালকে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সুন্দর আলীর ছেলে সৈকত হোসেন প্রকাশ্যে হুমকি দেয়। যার ২৯ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়।
 
আড়ইাহাজার পৌরসভা নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। শুক্রবার ছিল প্রতীক বরাদ্দের দিন। এই পৌরসভার মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

তারা হলেন - আওয়ামী লীগের নৌকা প্রতীকে সুন্দর আলী, স্বতন্ত্র হাবিবুর রহমান (জগ), স্বতন্ত্র মেহের আলীর মোল্লা (নারিকেল গাছ) ও স্বতন্ত্র মামুন অর রশিদ (মোবাইল ফোন)।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।